• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পরিবার নিয়ে যাত্রাপালা দেখলেন আসিফ নজরুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৫:৫৫ পিএম
পরিবার নিয়ে যাত্রাপালা দেখলেন আসিফ নজরুল
মুক্তমঞ্চে মঞ্চস্থ হচ্ছে যাত্রাপালা। ছবি: সংগৃহীত

পরিবার নিয়ে যাত্রাপালা দেখলেন আইন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (১ নভেম্বর) থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে মঞ্চস্থ হয় এই যাত্র🙈াপালা। ঐতিহ্যবাহী যাত্রাপালার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উদ্বোধনী আয়োজনে পরিবারসহ যাত্রাপালা উপভোগ করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিপ্লব-উত্তর সময়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘যাত্রা উৎসব ২০২৪’। টানা সাত দিনের এই আয়োজন চলবে আওগামী সাত নভেম্বর পর্যন্ত।

ౠঅনুষ্ঠানেবক্তব্য রাখেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।  তিনি বলেন, ‘সবার সহযোগিতায় এই উৎসব আমরা সারা দেশে যেন ছড়িয়ে দিতে পারি। যাত্রাশিল্পসহ শিল্পকলার সব মাধ্যমকে প্রবাহিতভাবে বেগবান করার সময় এসেছে।’

প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট যাত্রাশিল্পী অনিমা দে। এ ছাড়া বক্তব্য প্রদান করেন যাত্রাশিল্পী মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক, ꧒নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।

প্রথম দিন মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘নিহত গোলাপ𒐪’। যাত্রাদল সুরুভী অপেরার পালায় নির্দেশনা দিয়েছেন কবির খান, পালাকার ছিলেন আগন্তক।

সস্ত্রীক যাত্রাপালা উপভোগ করছেন উপদেষ্টা আসিফ নজরুল

আগামী ছয় দিন মঞ্চস্থ হযে যে যাত্রাপালা

২ নভেম্বর, শনিবার, দলের নাম-নিউ শামীম নাট্য সংস্থা, পালাকার-প্রসাদ কৃষ্ণ ভট্টচার্য, পালার নাম- আনার কলি;𓃲 পালা নির্দেশক- শামীম খন্দক🃏ার;

৩ নভেম্বর, রবিবার, দলের নাম-ব𝐆ঙ🎐্গবাণী অপেরা, পালাকার- রঞ্জন দেবনাথ, পালার নাম- মেঘে ঢাকা তারা; পালা নির্দেশক- মানস কুমার;

৪ নভেম্বর, সোমবা🐈র, দলের নাম- নর-নারায়ণ অপেরা, পালাকার-দেবন্দ্রনাথ, পালার নাম- লালন ফকির💧; পালা নির্দেশক- ব্রোজেন কুমার বিশ্বাস;

৫ নভেম্বর, মঙ্গলব🧜ার, দলের নাম-বন্ধু অপেরা, পালাকার- শামসুল হক, পালার নাম- আপন দুলাল; পাল🦩া নির্দেশক- মনির হোসেন;

৬ নভেম্বর, বুধবার, দলের নাম-শারমিন অপেরা, পღালাকার-পুর্নেন্দু রায়, পালার নাম- ফুলন দেবী; পালা নির্দেশক- শেখ রফিকুল;

৭ নভেম্বর, বৃহস্পতিবার, দলের নাম-যাত্রাবন্ধু অপেরা, পালাকার- শ্রী শচীননাথ সেন, পালার নাম- নব🦩াব সিরাজউদ্দৌলা পালা নির্দেশক- আবুল হাশেম।

এই উৎসবে বাংল🌼াদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ০৭টি যাত্রা দল প্রতিদিন ১টি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত পালা পরিবেশিত হবে।

Link copied!