• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিবাহবিচ্ছেদ নিয়ে খবরে আপত্তি, গর্জে উঠলেন এ আর রহমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৪:১৪ পিএম
বিবাহবিচ্ছেদ নিয়ে খবরে আপত্তি, গর্জে উঠলেন এ আর রহমান
কন্যদের সঙ্গে সংগীতশিল্পী এ আর রহমান। ছবি: সংগৃহীত

ভারতীয় অস্কারজয়ী সুরকারﷺ ও সংগীতশিল্পী এ আর রহমান। যিনি নিজের সুরের যাদু দিয়ে জয় করেছেন সারা বিশ্ব। সম্প্রতি দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। গত সপ্তাহে বিচ্ছেদের কথা ঘোষণা করার চব্বিশ ঘণ্টা মধ্যে নি🎐জের বিয়ে ভাঙার খবর দেন রহমানের সহযোগী মোহিনী দে।

এই নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এ আর রহমানের সঙ্গে গিটারশির্পী ম𝓀োহিনীর নাম জড়িয়ে নানা ধরনের তথ্য ঘুরছে নেটপাড়ায়। যদিও সুরকারের হয়ে তার পাশে দাঁড়িয়েছেন সন্তানরা। এবার গর্জে উঠলেন রহমান নিজেই। একেবারে সময়সীমা বেঁধে দিলেন। মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দি✃লেন অস্কারজয়ী সুরকার।

সম্প্রতি রহমানের✃ এক্স হ্যান্ডলে তার আইনজীবীদের তরফ থেকে কয়েকপাতার একটি নোটিশ পোস্ট করা হয়। সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে। বলা হয়, যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা ২৪ ঘণ্টার মধ্যে সেগুলি সরিয়ে ফেলুন। না হলে ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী মানহানির মামলায় পড়তে হবে।

কিংবদন্তি এই সংগীতশিল্পীর মেয়ে রহিমাও এই গুজবের বিরুদ্ধে♛ মুখ খুলেছেন। তিনি সমাজিক মাধ্যমে লিখেছেন, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস কর🐎ে নির্বোধেরা।’

এদিকে বিরক্ত হয়ে রহমানের ছেলেও সামাজিক মাধ্যমে লিখেছেন ‘আমার বাবা একজন বিখ্যাত শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তার মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।’ যে মোহিনীর সঙ্গে রহমান নাম জুড়ে অহেতুক চটুল তথ✅্য দিচ্ছেন যাঁরা। তাদের উদ্দেশে মোহিনী জানান, গুজবকে প্রশ্রয় দিয়ে নিজের সময় নষ্ট করতে চান না তিনি।

Link copied!