বিশ্বজোড়া খ্যাতি অস্কারজয়ী সুরকার এ আর রহমানের। নামজাদা সঙ🙈্গীত পরিচালকও তিনি। স্বল্পভাষী হওয়ায় ক্যামেরার সামনে বেশ মুখচোরা। কয়েকবার স্ত্রী স꧅ায়রা বানুকে সঙ্গে নিয়ে বিশ্বখ্যাত এই সুরকারকে দেখা গিয়েছিল ক্যামেরার সামনে।
তবে এবার জানা গেল ভিন্ন কথা। হানিমুনে নিয়ে গিয়ে তিনি তার স্ত্রীকে সঙ্গ দেননি। সাম্প্রতিক এক সাক্ষাৎকরে এই তথ্য ফাঁস করেছেন সুরকারের শ্যালক। এ আর রহমান যে একেবারে ভিন্ন🍒 স্বভাবের জানিয়েছেন সে কথাও।
রহমানের শ্য💃ালক জানান, সায়রা বানুকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তার ভগ্নিপতি রহমান। রাত ১২টা নাগাদ সায়রা বানুকে ফোন করতেই জানান ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ভগ্নিপতি কোথায়, জানতে চাইলে সায়রা বানু বলেন, রহমান পাশের ঘরে বীণা 🐭বাজাচ্ছেন।
কারণ হ♎িসেবে বলেন, একটি সুর নিয়ে অনেক দিন ধরে চিন্তাভাবনা করছিলেন রহমান। এর মধ্যেই তারা হানিমুনে যান। সেখানে গিয়ে স্ত্রীকে সঙ্গ না দিয়ে সেই সুরের সাগরেই ডুবে ছিলেন। সারা রাত ধরে রহমান বীণা বাজাচ্ছিলেন আর সায়রা বানু পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন।