• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বড় ক্যানভাসে কাজের অপেক্ষায় অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৩:৩২ পিএম
বড় ক্যানভাসে কাজের অপেক্ষায় অপু বিশ্বাস
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সম♔য় ধরে নতুন সিনেমায় দেখা যায় না তাকে। নিজের ব্যবসা প্রতিষ্ঠান আর মাঝে মাঝে ফটোশুটে অংশ নিয়ে থাকেন। প্রশ্ন উঠেছে, চলচ্চিত্রে অপু বিশ্বাস নেই কেন? 

এ নি🌳য়ে অনেক দিন ধরে আলোচনা চললেও নীরব ছিলেন অপু। অবশেষে কারণ জা��নালেন ‘কোটি টাকার কাবিন’খ্যাত এই অভিনেত্রী।

কারণ ব্যাখ্যা করে অপু বিশ্বাস বলেন, “অনেক সিনেমা করেছি, আগামীতে আরও অনেক সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এ জন্য যদি আরো সময় লাগে লাগুক; কোনো আফসোস নেই। কারণ, আমার তো সংখ্যা দরকার নেꦰই। আমার এখন সুন্দর কাজে෴র দরকার। এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।”

অপু বিশ্বাস বলেন, “সিনেমার জন্য বড় পরিকল্পনা, সময়, প্রস্তুতি ও ক্যানভাসসহ আরও অনেক༺ কিছু লাগে। সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। বড় ক্যানভাসে কাজ করার অপেক্ষায় আছি। শুধু একটু সময়ের লাগবে।”

খুব শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলটি  প💎্রকাশ হবে। যেখানে দর্শকরা দেখতে পাবেন অপু বিশ্বাসকে নতুন পরিচয়ে। অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রাপ’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় এটি। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করেন জয় চৌধুরী। তা ছাড়া অভিনয় করেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। এটি পরিচালনা করেন দ্বীন ইসলাম।

অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ꦐআসেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭🥃২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

Link copied!