বলিপাড়ার প্রে𝕴সের স্বভাব গসিপকেন্দ্রিক। তারকাদের নিয়ে গুঞ্জন ছাড়া এদের ব্যবসা জমে না। তেমনই এক ঘটনা প্রকাশ হয়েছে অভিষেক বচ্চন♛ ও ঐশ্বরিয়া রায়ের সংসার ভাঙা নিয়ে। বলিউডি প্রেসে কানাঘুষা চলছিল, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কে চিড় ধরেছে। দীর্ঘ১৫ বছর ধরে তাদের দাম্পত্য জীবন। আছে মেয়ে আরাধ্য।
বিয়✅ের পর থেকেই তাদের একাধিকবার বিবাহবিচ্ছেদের গুঞ্জন রটায় প্রেস। কিন্তু আসলে তাদের সম্পর্ক রয়েছে অটুট। আবার কানাঘুষা চলছে অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে ভাঙন নিয়ে। আর এ গুঞ্জনের মাঝেই স্ত্রীকে নিয়ে হঠাৎ সামাজিক যো💮গাযোগমাধ্যম টুইটারের এক পোস্টে মন্তব্য করেন জুনিয়র বচ্চন।
গুঞ্জনের সূত্রপাত হয় মূলত আম্বানিদের অনুষ্ঠানে অভিষেক ছাড়া মেয়🍸ের সঙ্গে ঐশ্বরিয়ার উপস্থিতি নিয়ে। দুই দিনের মধ্যে এক দিনও ছিলেন না অভিষেক। এর মধ্যে ওই অনুষ্ঠানে সাবেক প্রেমিক সালম🐬ানের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় বচ্চন-বধূকে। এতে বিচ্ছেদের গুঞ্জনের আরও বিস্তৃত হয়।
সম্প্রতি বচ্চন পরিবারের 🔴এক গুণমুগ্ধ আম্বানিদের অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যার একটি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, “আমার প্রিয় মানুষেরা।” আর সেই পোস্টের পাল্টা জবাবে অভিষেক লেখেন, “আমরাও প্রিয় মানুষেরা।” এই তিন বাক্যে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন এ অভিনেতা।
এর আগে অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ🅷বিচ্ছেদের খবর ২০১৪ সালে ছড়িয়ে পড়ে বলিউডে। সেই সময় অভিষেক টুইট করে লিখেন, “আমার নাকি ডিভোর্স হচ্ছে। এ খবরটা আমাকে জানানোর জন্য ধন্যবাদ! দয়া করে এটাও বলে দ♔িন যে আমি কবে দ্বিতীয় বিয়েটা করছি?”