• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চোখে আঘাত পেয়েছেন অজয়, বন্ধ শুটিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:৫৯ পিএম
চোখে আঘাত পেয়েছেন অজয়, বন্ধ শুটিং
‘সিংহাম ৩’ এর শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন। ছবি সংগৃহিত

অ্যাকশন দৃশ্যে অভিনেতারা বডি ডাবল ব্যবহার করলেও বলিউড অভিনেতা অজয় দেবগন বেশির ভাগ দৃশ্য নিজেই করতে পছন্দ করেন। আর সেটা করতে গিয়েই পুনরায় আঘাত পেলেন অজয়। ‘সিংহাম ৩’ এর শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। তাও চোখে। দ্রুত সুস্থ হওয়ার জন্য এখন একাধিক চিকিৎসককে 🧸দেখাচ্ছেন তিনি।

শুটিংয়ের সূত্রের বরাত দিয়ে সংবাদܫমাধ্যম জুম জানিয়েছে, অজয় দেবগন আহত হওয়ায় আটকে গেছে ‘সিংহাম ৩’ এর শুটিং। অভিনেতা এখনো সুস্থ হয়ে ওঠেননি। এক সপ্তাহ আগে শুট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয়নি।

আরেকটি সূত💙্র টাইমস নাওকে ✤জানিয়েছে, ২০২৪ এর শুরুর দিকে হায়দরাবাদে পুনরায় শুটিং শুরু হবে। মুম্বাই শুট যেটা এই মাসে অর্থাৎ ২০২৩ এর ডিসেম্বরে হওয়ার কথা ছিল সেটা এবার হায়দরাবাদের শিডিউলের পরই হবে।

প্রসঙ্গত♑, রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম’ সিনেমায় একাধিক বলিউড তারকা অভিনয় করেছেন। অজয় দেবগন ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে—অক্ষয় কুমার, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর🐼্জুন কাপুর, শ্বেতা তিওয়ারি প্রমুখকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!