• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিবের পর দেবের সঙ্গেও সফল, যা বললেন ইধিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৬:৩৬ পিএম
শাকিবের পর দেবের সঙ্গেও সফল, যা বললেন ইধিকা
ইধিকা পালের সঙ্গে শাকিব ও দেব। ছবি: সংগৃহীত

ঢালিউযের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন কলকাতার ন🌠াটকের প্রিয় মুখ ই൩ধিকা পাল। এরই ধারাবাহিকতায় নিজের দেশ কলকতাতেও স্মরণীয় অভিষেক হলো এই অভিনেত্রীর।

 ২০২২ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভি☂ষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর।  এর পর থেকেই পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।

অভিনয় করেন দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে। গত ২০ ডিসেꦉম্বর মুক্তির পর ছবিটিও সুপারহিট। টানা সাফল্য, ঢাকা ও কলকাতার সিনেমার দুই বড় তারকার সঙ্গে জুটি হওয়াসহ নানা প্রসঙ্গে পশ♏্চিমবঙ্গের সংবাদপত্র ‘সংবাদ প্রতিদিন’-এর সঙ্গে কথা বলেছেন ইধিকা।

বড়দিন উপলক্ষে মুক্তির পর বক্স অফিসে রী🅰তিমতো ঝড় তুলেছে ‘খাদান’। ছবিটি দিয়েই দীর্ঘদিন পর পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় দেখা গেল দেবকে।

এই সিনেমার অন্যতম প্রযোজকও তিনি। সুজিত দত্ত পরিচালিত ছবিটি মুক্তির ১১ দিনে বক্স অফিস থেকে ১𓂃০ কোটি রুপি আয় করেছে। শাকিব খানের পর দেবের সঙ্গে জুটি হয়ে এমন সাফল্য উপভোগ করছেন ইধিকা।

‘সংবাদ প্রতিদিন’কে তিনি বলেন, ‘ছবি মুক্তির আগে “কিশোরী” গানটি 🅠মুক্তি পায়। এর পর থেকেই দর্শকের ব্যাপক সাড়ায় অভিভূত। মাত্র মাত্র ১০ দিনেই গ🐼ানটির ভিউ ১ কোটি পার হয় (এখন ৫ কোটির বেশি), এটা অনেক বড় সাফল্য। এখন সিনেমার সাফল্য উপভোগ করছি।’

দেবের সঙ্গে জুটি নিয়ে ইধিকা বলেন, ‘তার সঙ্গে কাজ করা অসাধারণ অভি🐷জ্ঞতা। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারত না।’ ইধিকা জানান, প্রযোজক-নির্মাতা চাইলে তিনি দেবের সঙ্গে জুটি হয়ে আরও কাজ করতে চান।

কিছুদিন আগেই মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করেছেন ইধিকা। ‘প্⛄রিয়তমা’র পর এ ছবিতে আবার শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন তিনি। ইধিকা জা🍌নান, মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির আরও কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।

Link copied!