প্রেক্ষাগৃহের পর এবার টিভি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর এই সিনেমাটি। শুক্রবার🔥 (৩ জানুয়ারি} &nb𝕴sp;দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে সিনেমা ‘৮৪০’।
মোট আটটি পর্ব টানা আটদিন চলবে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে। ৩ থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত সিরিজটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে প্রতিদিন রাত ৮টা ২০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ০৫ মিনিটে; আরটিভꦿিতে রাত ৮টায় এবং পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়, দীপ্ত টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে পরদিন বেলা ১টা ৩০ মিনিটে।
বছরের প্রথম দিন এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়ে🦹ছেন ‘৮৪০’-এর প্রযোজক অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ সময় আরও উপস্থিত ছিলেন- অভিনেতা নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন, মিলন শেখ, আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভি’র সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
এর আগে দেশের সামাজিক ও রাজনৈতিক নানা অসঙ্গতি স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই ‘🌄৪২০’-এর ডাবল-আপ বলা হচ্ছে ‘৮৪০’ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডকে।