• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইমরানের সুরে আসিফের ‘মন জানে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০২:৫৫ পিএম
ইমরানের সুরে আসিফের ‘মন জানে’
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

নন্দিত কম্পোজার ইমরান মাহমুদুলের সুরে গাউলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন 🌟বছরের শুরুতে গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন এই শিল্পী।

বছরের প্রথমౠ সপ্তাহে মুক্তি পাবে আসিফের গাওয়া ‘মন জানে’ শিরোনামের গান। এ গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আ⭕র সেই সুরেই গেয়েছেন আসিফ আকবর। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

আসিফ আকবর বলেন, “ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী-পেশাদার ম💜ানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামের গানে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশ𓃲া করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”

ইমরান মাহমুদুলের কাছে আসিফ ‘নস্টালজিয়া’ ব্যাপার। এ বিষয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই ম🐠নের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমার বিশ্বাস, আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে।”

দেশের অন💝্যতম শীর্ষ সংগীত তারকা আসিফ আকবর। ꦏঅন্যদিকে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কটাও সুন্দর। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন তারা। এবার সংগীতের দুই প্রজন্মের দুই তারকা একসঙ্গে হাজির হতে যাচ্ছেন একটি গান নিয়ে। জানা যায়, ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে ৫ জানুয়ারি গানটি মুক্তি পাবে। 

Link copied!