অবশ𒉰েষে দুই বছ✱র পর গোপন বিয়ের কথা ফাঁস করলেন পশ্চিমবঙ্গের তরুণ অভিনেত্রী অহন দত্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিয়ের কথা জানিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক✨ প্রতিবেদনে বলা হয়, প্রথম ধারাবাহিকে কাজ করার সময় নিজের মনের মানুষ দীপঙ্কর রায়কে খুঁজে পান অহনা। ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন এ তারকা দম্🐼পতি।
এক সাক্ষাৎকারে অহনা তার বিয়ের বিষয়ে বলেন, ‘২০২৩ সালে এত নেগেটিভিটি ছিল। আমাদের মনে হয়েছিল সেটা সঠিক সময় ন൩য় সবােইকে জানানোর। এখন মানুষ অনেকটাই বুঝেছে আমাকে আর দীপঙ্করকে। আমরা একে অপরকে ভীষণ ভালো🐓বাসি।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ফ্ল্যাট ভাড়া করে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সঙ্গে থাকে দীপঙ্করের পরিবারের সবাই ওর মা তখন জ🐓ীবিত এবং উনি সেই দিন সব থেকে বেশি আনন্দে কেঁদেছিলেন।’
শেষে তিনি বলেন, তারপর একটা পুরো বছর কেটে গেল। আ💙মার আর দীপঙ্কর🌳ের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। একটু খুনসুটি আর ভালোবাসাটা বেড়ে গেছে, এই যা। নতুন বছরে এই সুন্দর ভিডিওটা আপনাদের দেখে আমাদের আশীর্বাদ করার জন্য রইল।