ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। গত বছরে বেশ ভালো কিছু কাজ করলেও শেষের দিকে মাদকের সঙ্গে নাম জড়িয়ে সমালোচিত হন । পাশাপাশি ২০২৪ সালে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে আলোচন✨ায়ও ছিলেন। পুরোনো বছরের ধারাবাহিকতায় নতুন বছরটা ন♏তুন প্রত্যয়ে শুরু করতে চান। গল্পপ্রধান কাজ করতে চান বেশি। শুধু তাই নয়, কাজ করতে চান সিনেমাতেও।
সাফা কবির বলেন, ‘নতুন বছরে আরও গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই। আমি সব সময় মনে করি, গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এজন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলোকে ফিকশ𒁃নে তুলে আনব।’
সিনেমায় অভিনয় নিয়ে অভিনেত্রী বলেন, ‘অনেক আগেই সিনেমায় আসার ইচ্ছে রয়েছে। কিন্তু෴ আমার কাছে ভালো গল্প এবং পরিচালকের কল এখনো আসেনি। অপেক্ষায় আছি,𒊎 যখন সবকিছুর একটা সঠিক টাইমিং হবে আর আমি বড় পর্দায় আসব।’
এছাড়া নতুন বছরে নিজের গল্পে ফোকাস দিতে চান সাফা কবির। তার ভাষ্যে, আমার কাছে কোনো ভালো গল্পের কাজ আসছে না। এজন্য এ বছর চিন্তা আছে নিজের গল্পে ফোকাস দেওয়ার। আমি আগেও আমার নিজের গল্পে কাজ করেছি। আমার কাছে কিছু ভালো গল্প আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই। এর বাইরে যদি অন্য কারও ভালো গল্প পাই তাহলে সেটাও করব। তিনি আরও বলেন, ‘দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আমি নিজেও অপে꧋ক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হব। ২০২৫ সালে নিজের একটি ক্লথিং ব্র্যান্ড লঞ্চ করতে চাই।’
ব্যক্তিজীবন ও নিজ🎃ের বিয়ে নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার বিয়ে নিয়ে সবা♏ই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত।