• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন বছরে যে ৫ অঙ্গীকার নির্মাতা মানিকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৪:২৪ পিএম
নতুন বছরে যে ৫ অঙ্গীকার নির্মাতা মানিকের
মোস্তাফিজুর রহমান মানিক। ছবি: ফেসবুক থেকে

নতুন বছরে পাঁচটি অঙ্গীকা💟র করেছেন নন্দিত চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার (২ জানুয়ারি) তার অঙ্গীকারের কথা জানিয়েছেন। নির্মাতা তার ফেসবুকে লিখেন-

নতুন বছরে আমার ৫ অঙ্গীকার 

১. শঠ, প্রতারক, তোষামোদকারীদের কাছ থেকে দূরে থাকবো।  
২. সৎ, যোগ্য, শিল্পমনা এবং সত্যিকারের শুভাকাঙ্ক্ষীদের সাথে বেশী সময় কাটাবো।  
৩. বেশি বেশি ভালো সিনেমা দেখার এবং বই পড়ার চেষ্টা করবো।  
৪. একটি সত্যিকারের সিনেমাপ্রেমী দক্ষ টিম গড়ে তোলার চেষ্টা করবো।  
৫. নিজের আত্মিক উন্নয়নের চেষ্টা করবো।  

জাতীয় চ♎লচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা নতুন বছরের কাজের তথ্য শেয়ার করেছে🅰ন।

নতুন বছরে আমার কাজ:

মুক্ত𒊎ির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘আনন্দ অশ্রু’ এতে অভিনয় করেছেন, সাইমন সাদিক, মাহিয়া মাহি, জয় চৌধুরি, আলি রাজ, সুজাতা, মারুফ আকিব,নাসরিন,শহীদুজ্জামান সেলিম। 

নির্মানাধীন:

 ‘রুখসার’ সিনেমাটি। এছাড়া শিগগিরই ♛ শুরু  হবে ‘কাছের মানুষ দুরের মা🍰নুষ’।

নতুন বছর উপলক্ষে🥃 সবশেষ ফেসবুকে নির্মাতা লিখেছেন, বছর জুড়ে বিভিন্ন ভাবে পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞা। ‘যারা বিভিন্ন ভাবে ঘৃণা করেছেন, অসহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি বেঁচে থাকি নতুন বছরে কিছু সুন্দর কাজ করতে চাই। এজন্য চাই, সবার দোয়ায় আমার নামটি থাকুক।  সবাই নতুন বছরের শুভেচ্ছা নিন। ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, এই দোয়া করি।

Link copied!