মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কন♌স্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের ജঅতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে তাদের অব্যাহতি প্রদান করা হয়।
আদেশে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে অদ্য ২ জানুয়ারি অপরাহ্ণ থেকে প্রশিক্ষণ থেক๊ে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।
অব্যা🐎হতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে যার যার বাড়িতে রওনা হয়েছে বলে🔯 জানা গেছে।
অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবল হলেন, নাটোরের মিনাজুল মোন্না ওরফে মামুন, আব্দুল মান্নান, নওগাঁর জিহাদ ཧহাসান, খুলনার শেখ নাঈম রহমান, যশোরের পাভেল ও ফার🎀দিন, নোয়াখালীর সায়েম ও শহিদুল, গোপালগঞ্জের ইমান, ফরিদপুরের রমজান মিয়া, রাজশাহীর পারভেজ, শরীয়তপুরের রিফাত ও ছাইদুল ওরফে ছাইদুর এবং মুন্সীগঞ্জের তাওহীদ আলম।
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জনের ছয় মাস মেয়া𒆙দি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে ছয়জন অসুস্থ হওয়ায়🍷 তাদের বাদ দেওয়া হয়। পরে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন।
গত ১৯ ডিসেম্বর প্রশ💜িক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলেরꩲ (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটির তারিখ বাতিল করে ১২ জানুয়ারি করা হয়।