শীতের মৌসুমে অন্যতম সঙ্গী মোজা। শীতের কোমল হাওয়ায় উষ্ণতা পেতে মোজা পরা হয়। শীতের হাওয়ায় হা🐓ত ও পা বেশি ঠাণ্ডা হয়ে যায়। সেই ঠাণ্ডায় উষ্ণতা দিতে একমাত্র সঙ্গী হয় মোজা। শীত যত বাড়ছে, মোজার চাহিদাও বাড়তে থাকে। চাহিদার কথা মাথায় রেখেই মোজার স্টাইলেও রাখা হয় ভিন্নতা। তাই শুধু প্রয়োজন নয়, স্টাইল স্টেটমেন্টের অনুষঙ্গ হিসেবে মোজা ব্যবহার হচ্ছে।
সুন্দর আর আরামদায়কের দিকে খেয়াল রেখেই মোজা কেনা হয়। তবে অনেকেই ভালো মোজা বেছে নিতে পারেন না। মৌসুম অনুযাไয়ী মোজা কেনা উচিত। যা দিয়ে শীতের মৌসুমে স্টাইলও হবে, আবার উষ্ণতাও দেবে। পাশাপাশি গরমের সময়ও মোজা পরে আরাম পাওয়া যাবে। চলুন জেনে নেই, কেমন মোজা কেনা উচিত।
শীতে উষ্ণতা পেতে উলের কিংবা মোটা ফেব্রিকের মোজা বেছে ন𝐆িতে পারেন। গরমে কিংবা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় সুতির আরামদায়ক ফেব্রিকের মোজা পরলে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। যা ঘাম হলেও পায়ের রক্ষা করবে।
পায়ের দুর্🔜গন্ধ এড়াতে ভালো মানের মোজা কিনতে হবে। ভালো মানের ফেব্রিক ও আরাম বিবেচনা করে 🌜মোজা কিনতে হবে। মোজায় দুটির বেশি ইলাস্টিক ব্যান্ড আছে কিনা তা দেখে কিনুন। এক্ষেত্রে ব্র্যান্ডের মোজা বেছে নিতে পারেন।
মোজার ফেব্রিকের দিকেও খেয়াল রাখতে হবে। স্ট্রেচেবল ফেব্রিকের মোজা কিনুন। যা যেকোনো পায়ের সঙ্গেই ফিট হয়ে যায়। দীর্ঘ সময় ব্যবহার করতে আর্দ্রতা শোষণকারী নরম 🔯কাপড়ের মোজা কিনতে পারেন।
বাজারে বিভিন্ন ধরনের মোজা রয়েছে। যা গোড়ালির দৈর্ঘ্যের কিংবা বেলের দিক থেকে ভিন্ন হয়। কাফ দৈর্ঘ্যের মোজা ফরমাল মিটিংয়ের জন্য কেনা যাবে না। এই ধরণের মোজা ক্রীড়াবিদদের জন্য তৈরি করা হয়। ফরমাল আউট🎶ফিটের জন্য গোড়ালি দৈর্ঘ্যের মোজা কেনা ভালো হবে।
ভালো মোজা কিনলেই হবে না, তা যত্নও করতে হবে। মোজা ধোয়ার সঠিক উপায়ও জানতে হবে। সূক্ষ্ম উপাদানে তৈꦇরি কিছু মোজা রয়েছে, যা হাতের সাহায্যে ধুতে হবে। মেশিনে মোজা ধোয়া ঠিক নয়। এতে ফেব্রিক নষ্ট হতে ဣপারে।