• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আসছে মেহজাবীনের নতুন সিরিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০৭:৫৫ পিএম
আসছে মেহজাবীনের নতুন সিরিজ

নাটকে🔜র পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিඣয়মিত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। এবার দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ আসছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিরিজ ‘আমি কী তুমি’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

শুক্রবার (১৪ জুলাই) সিরিজটির একটি লুকꦰ পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে অন্যরকম এক মেহজাবীনকে দেখা গেছে। পꦰোস্টারের লুকে দেখা যায় অভিনেত্রীর কাজলে মাখা চোখ গড়িয়ে পানি পড়ছে। তার মুখে অক্সিজেন মাস্ক। মাথায় একগুচ্ছ ফুল।

নির্মাতা ভিকি জাহেদ জানান, সিরিজটি তৈরিতে ১৭ দিন শুটিং করেছেন। তিনি বলেন, ‘থ্রিলার ও হররের বাইরে রোমা꧋ন্স ও ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি।’

অন্যদিকে সিরিজের পোস্টার ফেসবুকে শে♓য়ার করে মেহজাবীন লিখেছেন, ‘আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনো শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।’

অভিনেত্রীর এমন লুক সাড়া ফেলেছে নেটপাড়ায়। এই সিরিজে আর কে কে অভিনয় ﷽করছেন সে বিষয়ে কিছু জানা যায়ন✅ি।

Link copied!