সরকারি অনুদানের ছবিতে𝓀 অভিনয় করতে চলেছেন মৌসুমী। কবি নির্মলেন্দু গুণের ‘অন্নপূর্ণা’ কবিতা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন আশুতোষ সুজন। এই ছবির নাম ভূমিকায় অভিনয়ে দেখা যাবে তাকে। এমনটাই জানিয়েছেন পরিচালক।
আশুতোষ সুজন বলেন, “ছবিটির গল্পে মৌসুমী পুরোপুরি পারফেক্ট। তাই ছবিটিরꦓ জন্য তাকেই চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবর মাসে ছবিটির শুটিং শুরু করবো।”
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে মৌসুমী বলেন, “ছবিটির গল্প দারুণ। অনুদানের ছবিতে এর আগেও কাজ করেছ🌠ি। অভিনয় করেছি আশুতোষ সুজনের বেশ কিছু নাটকেও। আশা করি ছবিটি ভালো হবে।”
এছাড়া সেপ্টেম্বর থেকেই জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ নামে একটি সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে মৌসুমীর। তিনি জানালেন, &✃lsquo;সোনার চর’ শেষ করেই ‘অন্নপূর্ণা’র কাজ শুরু করবেন।