• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টুটুলের বিয়েতে বুক ‘হু হু’ করছে মাহির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ০৪:০৬ পিএম
টুটুলের বিয়েতে বুক ‘হু হু’ করছে মাহির

দেশের শোবিজ জগতের সফল ও জনপ্রিয় তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের সংসার ভেঙেছে এক বছর আগেই। এমনকি বিচ্ছেদের ধাক্কা সামলে নতুন সংসারও পেতেছেন টুটুল। জ🔯ানা গেছে, এস আই টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া।

এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। তাদের ভক্তরাও যেন চমকে গেছেন। সাবেক স্ত্রী তানিয়া শুভেচ্ছা-শুভকামনা জানালেও শোবিজ জগতের অনেকে করছেন সমালোচনা। এরমধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কণ্ঠাশিল্পীর দ্বিতীয় বিয়েতে শুভেচ্ছা জ🎉ানালেও তানিয়ার জন্য কষ্ট হচ্ছে তার।

আরও পড়ুন: তানিয়াকে ছেড়ে সোনিয়াকে বিয়ে করলেন টুটুল

সোমবার (১৮ জুলাই) এ তারকা জুটির বিবাহ বিচ্ছে𓃲দ ও টুটুলের আবার সংসার গড়ার সংবাদ সামনে এলে এসস্ত কথা জানান মাহি।

আরও পড়ুন: টুটুলকে শুভকামনা তানিয়ার

নিজের মানসিক অবস্থা প্রকাশ করে মাহি নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সঙ্গে আছে নব দম্পতির ছবিও। ক্যাপশনে 🌺নায়িকা লেখেন, “তানিয়া আপু , বুকটা হুহু করে উঠলো। তবুও যার যেখানে শান্তি মেলে তার ঠাঁই সেখানেই হোক। শুভ কামনা।”

টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন তারা। তবে বর্তমানে আমেরিকাপ্রবাসী স্ত্রীর সঙ্গেই নিউইয়র্কে থাকছেন এই গায়ক।
 

Link copied!