লা♋লমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নুরুল হুদা আশরাফী সবুজ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
শন🐻িবার (২৬মার্চ) দুপুরের রংপুর ৬১ বিজিবি লেফটেন্য🉐ান্ট কর্নেল শাহারিয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোর🀅 ৫টায় পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তে এ ঘটনাটি ঘটে। 💃আহত গুলিবিদ্ধ নুরুল হুদা আশরাফী সবুজ উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলীর ছেলে।
এলাকাবাসী ও বিজিবি সূত্র💮ে জানা গেছে, পাটগꦦ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তের মেইন পিলার নাম্বার-৮৬৮, সাব পিলার-৫ হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে কোকার বাড়ি নামক স্থানে ১০-১২ জনের একটি দল ভারতে গরু আনতে গেলে বিএসএফ ব্যাটালিয়ান-১৬৯ চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে নুরুল হুদা আশরাফী কোমরে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তার সঙ্গীরা আহত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসে গোপনে রংপুর ধাপ এলাকার একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জোংড়া ইউনিয়ন💛 পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক মানিক বলেন, “শুনেছি নুরুল হুদা কোমড়ের নিচে গুলি লেগে ভুট্টা খেতে পড়েছিল। তা🅺র সঙ্গীরা তাকে পাটগ্রাম হাসপাতালে ও পরে রংপুরে নিয়ে গেছে। রক্ত দিয়েছে এখন সে একটু সুস্থ আছে।”
রংপুর (তিস্তা-২) ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজির গুমানি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রশিদ খান বলেন, “গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি শুনেছি। খবর নিয়ে বিস্তারিত জানাতে পꦜারব।”
এ বিষয়ে ꧟জগতবের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, “জগতবের ইউপির নাজিরগুমানি সীমান্তে এ ঘটনাটি ঘটে। ওই গুলিবিদ্ধ যুবকের বাড়ি পরবর্তী ইউনিয়নে। এর আগে গত ১৬ মার্চ বিএসএফের গুলিতে পুর্ব জগতবের ইউনিয়নের রেজাউল ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়।”
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর-৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার෴ বলেন, “এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দিয়েছি।”