গাইবান্ধায় যাত্রীবাহী বাসে বিশেষ কায়দায় বৈদ্যুতিক তারের কয়েলের মধ্যে গা🌜ঁজা বহনের দায়ে মো. আল আমিন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) স🐠ন্ধ্যায় ৭টার দিকে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আট𝄹ক করা হয়।
গ্রেপ্তার মো. আল আমিন কুড়িগ্রাম জেলার ভুরাঙ্গামারী থানার খামার আন্দারিঝার গ্র🌠ামের ওয়াদুদ মণ্ডলের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস নিউ পিংকী এক্সক্লুসিভ পরিবহন চেকিংয়েরꦺ সময় আল আমিনের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গ্রেপ্তার আল আমিনের বির🔯ুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।