• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দুই ঘণ্টার বৃষ্টিতে সড়ক ভাসছে পানিতে


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৪, ০২:১৯ পিএম
দুই ঘণ্টার বৃষ্টিতে সড়ক ভাসছে পানিতে
দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক

দুই ঘণ্টার বৃষ্টিতে ফেনী পৌর শহরের বেশ🔯ির ভাগ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এতে  বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (১ জুলাই) সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। স🀅কাল সাড়ে ৯টা থেকে থেকে টানা দুই ঘন্টা বৃষ্টি হয়। এতে ফেনী পৌর শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়ক, মিজান রোড, একাডেমি রোড, তাকিয়া রোড, আবু বক্কর সড়ক,শাহীন একাডেমি রোড, ফেনী বড় বাজারে বিভিন্ন গলি, বারাহীপুর এলাকায় বিভিন্ন সড়ক, মহিপাল চৌধুরী বাড়ি সড়ক, পাঠান বাড়ি রোডসহ বিভিন্ন সড়ক পানির নিছে তলিয়ে গেছে।

এদিকে অতিবৃষ্টির কারণে ফেনী পৌরসভার কনজার্ভেটিভ অফিসার সরোয়ার আলমের নেতৃত্বে পৌ✅রসভার পরিচ্ছন্নকর্মীরা পানি নিষ্কাশনের কাজ শুরু করেছেন।

সরোয়ার আলম জানান, শুধুমাত্র ৩০ জন পৌরসভার পরিচ্ছন্নকর্মী শহরের বিভিন্ন খাল পরিস্কারের কাজ করছে বাকি আরও ৩০ জন পরিচ্ছন্ন কর্মী শহরের বিভিন্ন ড্রেন পܫরিস্কারে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে পানি নেমে যাওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। 

ইবনে হাসমান হাসপাতালে চেয়ারম্যান জসিম উদ্দিন জানান,🦄  প্রতি বছর বৃষ্টিতে ফায়ার সার্ভিস এলাকা থেকে স্টারলাইন কাউন্টার পর্যন্ত সড়কটি পানির নিচে তলিয়ে যায়। এ স্থানটিতে বেশ🍃 কয়েকটি বেসরকারি প্রাইভেট হাসপাতাল রয়েছে। এ সকল হাসপাতালে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বড় বাজারের ব্যবসায়ী মো: সেলিম জানান, এক ঘন্টা বৃষ্টি হলে বড় বাজারের গুরুত্বপূর্ণ মরিচ পট্টি, মুড়ি পট্রি, সওদাগর পট্টি, খাজা আহমেদ সড়ক পানিতে তলিয়ে যায়। এতে আমরা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বসে থাকি। পান🥀ি নেমে গেলে দোকান খুলি𝐆। বর্ষা এলে আমাদের এ সকল দুঃখ দেখার কেউ থাকে না। 

এ বিষয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, “আমাদের সকল কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতাকর্মী🐽রা নিরলসভাবে কাজ করা যাচ্ছেন। এক ꦏঘণ্টার ভেতর সকল পানি নেমে যাবে বলে আমি আশা করছি।”

Link copied!