কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা🔜 ঘটে।
নিহতরা হলেন ওই ইউনিয়নের কদমতলা গ্রামের মো. আশরাফ আলী (৪৯) ও ও আইনুল ⛄ইসলাম (৩✤৫)।
স্থানীয় জানান, তারা দুজন মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাꩲৎ তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলে আশরাফ মারা যান। স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল🐬ে নেওয়ার পথে মৃত্যু হয় তারও।
স্𓃲থানীয় ইউপি সদস্য মো. আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ত✅াদের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি। এ বিষয়ে 💙আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”