ফরি🌳দপুরের ভাঙ্গা উপজেলায় ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারꦐ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ১২ট⛦ার দিকে উপজেলার ছিলাধারচর সদরদী এলাকায় অভিযান চালি🅘য়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জেলার ভাঙ্গা উপজেলার ছিলাধারচর সদরদী এলাকার মৃত সেলিম শেখের ছেলে সুজন শেখ (২৫) এবং একই উপজে𝓡লার মৃত আনোয়ার আলী ফকিরের ছেলে বাদল ফকির (২৮)।
জেলা গোয়💯েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে🌱 ওই দুই মাদক কারবারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাঙ্গা থা🐼নায় একটি মাদক মামলা করা হয়েছে।