মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে অভিযান চালিয়ে🌌 অস্ত্র-গোলাবারুদসহ মো. শফিউল আলম (৫৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।
রোববার (২০ অক্টোবর) ভো♚রে টেকনাফ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময়♏ ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, একটি রকেট বোমা, ২টি গ্রেনেড এবং ꦜএকটি কম্পাস জব্দ করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ শাহপরীরদ্বীপ জালিয়ﷺাপাড়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে🏅।
তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন 🌠আহমেদ।
মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ মো. শফিউল আলম (৫৫) না🌸মে একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসা স্বীকার করেছেন তিনি মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল।
আটক আসামিকে টেকনাফ মডেল থানা🌸য় সোপর্দ করা হয়েছে বিজিবির এই কর্মকর্তা।