উজানের অব্যাহত ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি আজও (২৬ আগস্ট) বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কিছুটা কমে সকাল ৯টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়𒀰ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ। জেলার ৫ উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এর আগে শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় দেশের বৃহত্তম সেচ প্রকল্▨প তিস্তা ব্যারাজের দোয়ানী পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৭ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপরে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানির পরিমাপ কর্মচারী নুরুল ইসলাম বলেন, “পানি ব্যারাজ পয়েন্টে শনিবার সকাল ৬টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কিছুটা কমে সকাল ৯টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তায় পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নদীতীরবর🌃্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। নদীপাড়ের মানুষ আবারও তৃতীয় দফায় বন্যায় পড়েছে।”
এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ বাগডোরা, আদিতমারী উপজেলার খুনিয়াগাছ, 🙈কালমাটি ও হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না গড্ডিমারি এলাকার নদীতীরবর্তী নিম্নাঞ্চ👍লের কয়েক শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, “তিস্তায় পানি বাড়ায় কি⛦ছু নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে। তবে পানি কꦗমে যাচ্ছে। নদীপাড়ের মানুষের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।”