সুন্দরব🐽নের করমজল ঘুরে এসেছেন এক সময় ঢালিউডের পর্দা কাপানো তিন নায়ꦐিকা চন্দ্রা, ছন্দা ও ববিতা। তারা সম্পর্কের বোন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে একটি লঞ্চে করে সুন্দরবনে পর্যটন স্পট করমজলে আসেন তারা। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্🐠থান করে ঢাকার উদ্দেশে রওনা হন।
করমজল বন্যপ্রাণী ও ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে এক স্টাফ আমাকে জানান করমজলে বাংলাদেশের এক সময়ের তিন সুপারস্টার নায়িকা চন্দ্র, ছন্দা আর ববিতা এসেছেন। আমি তাৎক্ষণিক তাদের কাছে যাই। এ সময় করমজলে প্রায় সাড়ে ৪০০ পর্যটক ছিল। তারা টিকিট কেটে করমজল পর্যটন স্পটে আসেন। তিন নায়িকার আসার খবরে তারা সুꦇন্দরবন না ঘুরে এখানে নায়িকাদের সঙ্গে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ওই তিন নায়িকাও আন্তরিকতার দেখিয়ে সবার সঙ্গে ছবি তুলেছেন।”
আজাদ💦 কবির আরও জানান, দুপুর দেড়টার দিকে লঞ্চে করে তারা তিনজন ঢাকার উদ্দেশে রওꦕনা হন। এর আগে এই নায়িকারা সুন্দরবনের পর্যটন স্পট কটকা, কচিখালী ভ্রমণ করেছেন।