• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দিনাজপুরে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৫:১৫ পিএম
দিনাজপুরে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার

দিন♌াজপুরে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করেছে বন কর্🐓মকর্তা।

বুধবার (২২ মার্চ) দুপুরে দিনাඣজপুর প্রেসক্লাবে জ🌸েলার বিরল ধর্মপুর বিটের বন কর্মকর্তা মহসীন আলীর কাছে পেঁচাটি হস্তান্তর করা হয়।

এর আগে, জেলার সম্মলিতি সাংস্কৃতিꦿক জোটের সাধারণ সম্পাদক রহমতুল্൲লাহ্ রহমতের ভাইয়ের বাড়ি থেকে পেঁচাটি উদ্ধার করা হয়।

মহসীন আলী বলেন, “এই পেঁচাটিকে লক্ষ্মীপেঁচা বলা হয়। এটি অনেক বিরল প্রজাতির একটি প্রাণী। এই প্রানীটি সাধারণত নিশাচর। রাতের বেলায় এরা ইঁদুর ধরতে পটু। ফলে এরা আমাদের ফসলের অনেক উপকার করে। আমরা পেঁচাটিকে চিকিৎসা দেব। যদি আজকের মধ্যেই সুস্থ হয় তবে রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। আমি মনে করি আমাদের প্রাণিকুলের প্রতি অবশ্যই যত্নশীল হওয়া উচিত।” 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!