মাগুরায় পাচারের ꦫসময় বিরল প্রজাতির একটি হনুমান উদ্ধার ও বাসের সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে 💝আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ৩টায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৫) নামে একটি এসি ব💦াসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বাজারের ব্যাগের মধ্যে রাখা বিরল প্রজাতির কালোমুখ হনুমানটি উদ্ধার করা হয়। এ সময় বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের দায়ে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বাসের সুপারভাইজার সাতক্ষীরার মাধবকাঠি গ্রামের শান্তিপদ স্বরের ছেলে সুব্রত কুমার স্বরকে গ্রেপ্তার করে পুলিশ।
কালো মুখ, বাদামী রংয়ের শরীর ও কালো 💦লম্বা লেজযুক্ত হনুমানটির♒ শরীর প্রায় দুইফুট লম্বা। তবে এটি ঠিক কোন প্রজাতির হনুমান তা বলতে পারেননি কেউ।
এটি সাভারের নবিনগর বাস কাউন্টার থেকে রানা নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়ে এক হ༒াজার টাকার বিনিময়ে সাতক্ষীরায় পৌছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল বাসের সুপারভাইজার সুব্রত। পরে বনবিভাগের কাছে হনুমানটি হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। এটি পাচারের সঙ্গে কোনো চক্✅র জড়িত আছে কি ন🐼া তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মো. কলিমুল্লাহ।