কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যꦉাজিস🎃্ট্রেট মাহমুদা সুলতানার পদত্যাগ দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনাতা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জ♔নতার ব্যানারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। ১১টার দিকে বিক্ষোভকারীরা মিছিল করে আদালত চত্বর প্রদক্ষিণ করেন।
বিক্ষোভকা𒈔রীরা বলেন, “আমাদের ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। এরমধ্যেই অভিযুক্তরা জামিনে বের হয়ে আসছেন। এ🧔 অবস্থা চলতে থাকলে শিগগিরই তারা আবার আমাদের ওপর হামলা করবে।”
এর আগে রোববার ৫ আগস্ট হত্যাচেষ্টা মামলার ﷽৬ আসামিকে জামিন দেন বিচারক মাহমুদা সুলতানা। তাৎক্ষণিক ওই আদেশের বিরোধিতা করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
বৈষম্যবিরোধী ছ𒆙াত্র আন্দোলন, কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, আইন অনুযায়ী কেউ জামিন পেলে কোনো আপত্তি নেই। তবে চারদিন আগে যে মামলা হয়েছে সেই মামলার আসামিরাও কীভাবে জামিন পান। এটা রহস্যজনক।
গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের জিলহজ্ব হোসেন বাদী হয়ে তার ভাই জনিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় ৭৮ জনকে। মামলার দিনইꦦ কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলরকে গ্রেপ্তার করে র্যাব। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের রোববার জামিন দেন মাহমুদা সুলতানা।