সুইডেনে মুসলমাꦗনদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) দুপুর দুইটার দিকে পাবনা শহরের চাপা ম♕সজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের হাজারো নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন।
পাবনা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা মো. আব্দুস শাকুরের পরিচালনায় পাবনা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আব্দুল গাফফার খানসহ ওলামা মাশায়েখ পরিষদে꧅র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাপাবিবি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে ওলামা মাশায়েখ পরিষদে নেতাক𝄹র্মীরা জড়ো হোন। এতে শত শত সাধারণ মুসল্লিরাও যোগ দেন। পরে মাওলানা আব্দুল শাকুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বই বাজার, খেয়াঘাট মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। ট্রাফিক মোড় ও ইন্দ্রিরা মোড় হয়ে বড় বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত𒁏 সমাবেশের মাধ্যমে শেষ হয়।