• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সিলের মাধ্যমে জনগণ তার মতামত প্রকাশ করছে : আসাদুজ্জামান নূর


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৩:১৯ পিএম
সিলের মাধ্যমে জনগণ তার মতামত প্রকাশ করছে : আসাদুজ্জামান নূর
নীলফামারী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান নূর ভোট দিয়েছেন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী🍬 আসাদুজ্জামান নূর ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) স🧔কাল ১০টা ৩০ মিনিটে তার নিজ কেন্দ্র উদয়ন বিদ্যাপীঠে ভোট দেন তিনি।

ভোট শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আস🐭াদুজ্জামান নূর বলেন, “আমরা যেভাবে জনসমাগম দেখছি, মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ উদ্𝔍দীপনা দেখছি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের নৌকা মার্কা জয়যুক্ত হবে। গণতন্ত্রের মূল বিষয়টা হলো জনগণ সেখানে অংশগ্রহণ করছে কি করছে না। কোনো ব্যক্তি বা দল অংশগ্রহণ করার বিষয়ে গণতন্ত্র নির্ভরশীল নয়। জনগণ যা চায় সেটাই গণতন্ত্র। আর যেটা চায় না সেটা আমাদের বর্জন করা উচিত।”

তিনি আরও বলেন, “আমরা যেটা দেখছি জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচ𒉰নে অংশগ্রহণ করছে। জনগণ এই দিনটির জন্য অপেক্ষায় ছিল। একটা সিলের মাধ্যমে তারা তাদের মতামত প্রকাশ করছে। এই যে মতামত প্রকাশের স্বাধীনতা, জনগণ এটাকে লালন করে। এই লালনের মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত হয়।”

এর আগে সকাল ৯টার দিকে নীলফামারী আলিয়া (ফাজিল) মাদ্রাসা কেন্দ্র ভোট দিতে এসে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন সাংবাদিকদের তার আসনের বেশ কিছু কেন্দ্রে সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে জোরজবরদস্তি করে ভোট দেওয়ার অভি🐎♊যোগ করেন।

এ অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, “আমি এটুকু জোর দিয়ে বলতে পারি কোনো ধরনের জোরজবꦰরদস্তি মূলক আচরণ মানুষ পছন্দ করে না। আমরা প্রত্যেক প্রার্থী এসব বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীকে এভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এমন কোনো আচরণ আমরা করবো না, যা মানুষ পছন্দ করে না। যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনের বিধিমালা অনুযায়ী অভিযোগ করতে পারে।”

আসাদুজ্জামানཧ নূর ১৯৬৩ সালে তদান্তাধীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি নীলফামারী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। পরবর্তীতে দেশ স্বাধীনের পর কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে বিরত রেখে সংস্কৃতি কর্মী হিসেবে নানান সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯৮ সালের মাঝামাঝি পর্যায়ে তিনি আবারও প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হন এবং বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ২০০২ সালে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ৯ম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম 🌠জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রীসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

Link copied!