নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর মান্দায় ‘পাকুরিয়া গণহত্যা দিবস’ পালিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে মান্দা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগ♐ঠনের উদ্যোগে পাকুড়িয়া বধ্যভূতিতে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা করা হয়।
এরপর এক 😼আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পাকুরিয়া শহীদ পরিব🍰ার কল্যাণ কমিটির আয়োজনে পাকুরিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবার ও কল্যাণ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
জা🌱না যায়, ১৯৭১ সালের ২৮ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী তাদের সহযোগী রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে পাকুড়িয়া গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামের যুবকদের ইউনাইটেড হাই স্কুল মাঠে জড়ো করে ব্রাশফায়ার চা🍷লানো হয়। এতে শহীদ হন মুক্তিকামী ১২৮ জন।
দিনটিকে স্মরণ করতে প্রতিবছর শহীদ পরিবারের সদস্য🌱রা বাড়ি-বাড়ি গিয়ে চাঁদা তুলে মিলাদ মাহফিলের আয়োজন করেন।
শহীদ পরিবারের সদস্যরা জানান, ৭১ থেকে এ পর্যন্ত তারা সংগ্রাম করেই বেঁচে আছেন। স্বজন হারানোর কষ্ট বুকে পাথরচাপা দিয়ে রেখেছেন। পাওয়া-না পাওয়ার বেদনার কথা আর বল🐲তে চান না তারা। তা🐓দের দাবি, শহীদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হোক।