• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফারাক্কার গেট খোলার পর মাপা হলো পদ্মার পানির উচ্চতা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৪:৫২ পিএম
ফারাক্কার গেট খোলার পর মাপা হলো পদ্মার পানির উচ্চতা
রাজশাহী পয়েন্টে পদ্মায় নদী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর পদ্মায় পানির প্রবাহের কী ꦇপরিস্থিতি তা নিয়ে কৌতুহল বেড়েছে। এমন কৌতুহল মেটাতে𓃲 পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা মেপে দেখেছেন পদ্মার পানির উচ্চতা।

গত সোমবার (২৬ আগস্ট) ফারাক্কার গেট খোলার দিন থেকে বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত রাজশাহীতে পদ্মা নদীতে পানির প্রবাহ ও ♔উচ্চতা মাপা হয়। তাতে দেখা গেছে পদ্মার পানির প্রবাহ বা উচ্চতা বাড়েনি বা কমেনি। সোমবার বেলা ৩টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির উচ্চতা একই জায়গায় স্থির ছিল।

পাউবোর তথ্যমতে, সোমবার বেলা তিনটায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে ✨পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার। দুইদিন পর বুধবার সকাল ৯টায় সেখানে একই উচ্চতায় পানি প্রবাহিত হতে দেখা গেছে।

পাউবোর হিসাব অনুযায়ী, পদ্মার রাজশাহী পয়েন্টে♏ পানির বিপৎসীমা ১৮ মিটার। কিন্তু এখনও পদ্ম🎉া বিপৎসীমা অতিক্রম করেনি। বরং পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যায়। তাতেꦕ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়।

এখন ফারাক্কা ব্যারাজের ছেড়ে দেওয়া পানি ভারতের মুর্শ💧িদাবাদ ও পাটনায় প্লাবিত হওয়ার পর রাজশাহীতে নেমে আসবে বলে জানাচ্ছেন রাজশাহী পাউবোর গেজ রিডার (পানির উচ্চতা পরিমাপকারী) এনামুল হক। তিনি আরও বলেন, বিহারে বন্যা হয়েছে। এখন যদি নেপালি ঢলের পানি আসে; তবেই বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ ছাড়া পানি নিয়ে আর আশঙ্কার কোনো কারণ নেই।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!