দ্বাদশ ꧟জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে 🀅নীলফামারী-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
বুধবার (২৯ নভেম্𓂃বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা পঞ্চমবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় মনোনয়নপত্র গ্রহণ করেন জে♑লা প্রশাসক ও জেলা রিটানিং অ෴ফিসার পঙ্কজ ঘোষ।
এর আগে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারꦰে এক সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পঞ্চমবারের মতো আসাদুজ্জামান নূরকে দলীয় মনোনয়ন দেওয়ায় এ সভার আয়োজন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সভায় আসাদুজ্জামান নূর বলেন, “আজ ২৭ বছ🦩র ধরে আমাদের একসঙ্গে পথচলা, আমাদের এই ঐক্যের ফলে আজকের বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমাদের জীবনের পরিবর্তন এসেছে, সে🌟টার আমরা নিজেরাই সাক্ষী। নিজেদের দিকে তাকালেই আমরা তা বুঝতে পারি।”
২০০১ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য⛄ নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। এরপর ২০০৮, ২০ꦓ১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হন।