দুদিনের টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় থেকে মাটি ধসে সড়কের ওপর পড়েছে। এতে বান্দরবানের সঙ্গে রুম📖ার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার༺ (১ জুলাই) দুপুরে রুমা-বান্দরবান সড়কের দলিয়ান পাড়া এবং খুমী পাড়ায় মাটি ধসে সড়কের ওপর জমে থাকায় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা🐽 (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত𓂃্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে⛄ সড়কটি সচল করতে বান্দরবান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বা𝓀ন্দরবান জেলা ও রুমা উপজেলার দুটি ইউনিট একসঙ্গে কাজ শুরু করেছে।
ইউএনও আতিক🧸ুর রহমান বলেন, “দুদিনের টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে বান্দরবান-রুমা সড়কের দুটি স্থানে। যার কারণে রুমার সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্য এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। শিগগিরই সড়কটি আবার সচল করা সম্ভব হবে।”