• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লঞ্চের পাখায় জাল আটকে নিখোঁজ জেলে, দুদিন পর ভেসে উঠল মরদেহ


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৯:৩৩ পিএম
লঞ্চের পাখায় জাল আটকে নিখোঁজ জেলে, দুদিন পর ভেসে উঠল মরদেহ

নিখোঁজের দুদিন পর বরিশালের কীর্তনখোলা নদী থেক♏ে আবেদ আলীর (৩০) নামের এক জেলে🌟র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) দুপুরে বরিশাল নৌবন্দর সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বরিশাল সদ🧔র নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল জলিল বলেন, “সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে লঞ্চের পাখায় জাল আটকে যায় জেলে আবেদের। সেই জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে ꦑনিখোঁজ 🌸হন আবেদ। বুধবার তার মরদেহ ভেসে ওঠে। এর আগে নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়।

নিখোঁজ জেলে আবেদ নগরীর রসুলপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সোহ🌠রাব সর্দারের ছেলে। সে বে♔ঁদে সম্প্রদায়ের জেলে।

নিহত জেলে আবেদের স্ত্রী রুমা জানান, স্বামী, সে ও তার ভাগ্নে ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন। স্রোতের টানে জাল গিয়ে নৌ-বন্দরে থাকা বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় 🐟আটকে যায়। তখন পাখা থেকে জাল ছাড়াতে যান স্বামী আবেদ। জাল ছাড়ানোর সময় ইঞ্জিন চালু করে দেয়। এরপর আবেদ নিখোঁজ হন।

Link copied!