• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কীটনাশকে প্রাণ গেল ৯ হাঁসের


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ১১:৫৭ এএম
কীটনাশকে প্রাণ গেল ৯ হাঁসের

নোয়াখালীর কবিরহাটে ধানের জমিতে কীটনাশক বিষ ছিটিয়ে দেশি প্রজাতির ৯টি হাঁস মেরে ফেল🥀ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী এ ঘটনায় ♛কবিরহাট থানায় লিখিত অভিযোগ করেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৩🌠 নম্বর ওয়ার্ডে চর গুল্লাখালী গ্রা𒀰মে এ ঘটনা ঘটে।  

লিখিত অভিযোগ🅷ে বলা হয়েছে, ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মো. মাহবুল (৬৫) আবদুল হক (৩৫), আবুল বাসার (৩০) তার পাশের বাড়ির লোক। ভুক্তভোগী ওই নারী ছোট পরিসরে কয়েকটি হাঁস, মুরগি পালন করে নিজের জীবিকা নির্বাহ করেন। প্রতিবেশীরা মেনে নিতে না পেরে তাকে না জানিয়ে তাদের ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করে। 

বৃহস্পতিবার সকালে ৯টি হাঁস তাদের জমিতে পানি খাওয়ার জন্য গেলে আকস্মিক বিষক্রিয়ায় সঙ্গে সঙ্গে ৫টি হাঁস মারা যায়। আরও ৪টি হাঁস মারা যাওয়ার উপক্রম হলে𓂃 জবাই করে দেন ওই নারী।

কবিরহাটꦓ থানার উপপরিদর্শক (এসআই ) মনির হোসেন বলেন, ভুক্তভোগী নারী মৃত ৯টি হাঁস থানায় নিয়ে আসে💝ন। ওসি সাহেব হাঁসগুলো দেখে মাটিতে পুঁতে ফেলার জন্য বলেন। তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।  অভিযোগের আলোকে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Link copied!