কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মারার বিষ খেয়ে নিশান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপ🎀জেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)🉐 প༺্রাণ কৃষ্ণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে শিশুটি স্বজনদের আড়ালে তেলাপোকা মারার বিষ খেয়েছে বলে তারা জানিয়েছেন। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে।
নিশান অনন্তপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
মৃত শিশুটির স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কꦕথা বলে জানা গেছে, বাসার তেলাপোকা মারার জন্য নিশানের বাবা তাজুল ইসলাম বাজার থেকে বিষ কিনে এনে টেবিলে রেখেছিলেন। শিশু নিশান খেলার ফাঁকে পরিবারের অজান্তে ওই বিষ খেয়ে ফেলে। পরে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে স্বজনেরা বুঝতে পেরে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই শিশুটির মৃত্যু হয়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হোমায়ারা খাতুন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই পথে মৃত্য🌊ু𓆏 হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তার মুখে গন্ধ ছিল। স্বজনেরা দাবি করছেন, শিশুটি তেলাপোকা মারার বিষ খেয়েছিল।
নিহত শিশুর নানি সাহিদা বেগম বলেন, বাসায় রাখা তেলাপোকা মারার বিষ খꩲেয়ে তাঁর নাতি জ্ঞান হারিয়ে ফেলে। পরে🅠 হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে মারা গেছে।