• ঢাকা
  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ২ ভাদ্র ১৪৩১, ১১ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী, পতাকা বৈঠক করে ফেরত


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০১:১৮ পিএম
প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী, পতাকা বৈঠক করে ফেরত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক⛎ে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় তরুণী। গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনি প্রেমিক সমর সরকারের কাছে আসেন। 

বৃহস্পতিবার (৪🔴 জুলাই) সকাল ৯টার দিকে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকে𝓀র মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে তাকে হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরক🌜ার। বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়। এরপর দুই জনের মধ্যে দুই 🦋বছর ধরে চলছে প্রেমের সম্পর্ক।

সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন পিংকি। তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সঙ্গে অবস্থান করছিলেন। এক পﷺর্যায়ে সমর তার বন্ধুকে দিয়ে মঙ্গলবার বিকেলে পিংকিকে পাঠি♉য়ে দেন বেনাপোল বর্ডারে। 

ওই সময় সমর๊ পিংকিকꦉে বলেন, ‘তুমি আমার বন্ধুর সঙ্গে যাও আমি আসছি।’

এরপর সমরের বন্ধু পিংকিকে রেখে বেনাপোল থেকে পালিয়ে আসেন। পরে মেয়েটি কাউকে না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। এ অবꦏস্থা দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে একটি বাড়িতে রাখেন। এক পর্যায়ে বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত নিতে রাজি হয়। 

বিএসএফ পরে তার পরিবারের কাছে 🐼হস্তান্𝔉তর করবেন বলে জানান সুবেদার মিজানুর রহমান।

Link copied!