বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৈসাবি উৎসব। উৎসব সূচনায় ‘জুম্মদের সাংস্কৃতিক অধিকার নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে অধিকতরভাবে এগিয়ে আসুন’ এ স্লোগানকে সামনে রেখে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিতꩲ হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (১০ এপ্রিল) সকালে বৈসাবি উপলক্ষে শহরের পৌর🅺সভা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, চাংক্রান উদযাপন পরিষদের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত উ꧂পসচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টর রাজা দেবাশীষ রায়।
বিশ🧔েষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, বিশিষ্ট আইনজীবী ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা, কবি ও সাহিত্যিক শিশির চাকমা। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান।
প্র🤡ধান অতিথির বক্তব্যে চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণ বৃহৎ সামাজিক উৎসব। তথাকথিত আধুনিক সংস্কৃতির না𒈔মে যাতে আমরা নিজস্ব সংস্কৃতি ভুলে না যাই। আমাদের সংস্কৃতি আমাদেরকে চর্চা ও রক্ষা করতে হবে।