ফরিদপুরে কুমার নদের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প෴্রশাসন।
মঙ্গ🌺লবার (১ আগস্ট) দুপুরে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের♔ নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযান সূত্রে জানা যায়, শহরের পূর্ব খাবাসপুরে কোহেল মোহরির নদীর ঘাট এলাকায় নদের একটি বিরাট অংশ জুড়ে গত দুই দিন ধরে অবৈ♈ধভাবে স্থাপনা নির্মাণের কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে প্রশাসন সেখানে এ অভিযান চালায়।
ফরিদপুরে সদরের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, “সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ🌼য়েছে। লিটন নামের এক ব্যক্তি ওই স্থাপনা নির্মাণ করছিলেন বলে জানতে পেরেছি। তবে অভিযানের সময় তাকে পাওয়𓄧া যায়নি।”
ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত জুন মাসে 𒊎কুমার নদের কচুরিপ🌼ানা অপসারণের মাধ্যমে কুমার নদ রক্ষা অভিযান শুরু হয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, “কুমার নদের অবৈধ স্থাপনার তালিকা প্রণয়নের কাজ চলছে। আমরা ভূমি অফিসের সঙ্গ🐎ে যোগাযোগ করে প্রকৃত তথ্যের ভিত্তিতে অবৈধ দখলদারদের চিহ্নিত করছি। এরপর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হবে।”