নড়াইলের লোহাগড়া উপজেলায় বাসের ধাক্কღায় সাইকেল থেকে পড়ে হারেজ মোল্যা🌃 (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজে♑লার নড়াইল-লোহাগড়া মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারেজ মোল্যা ল♈োহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গীলাতলা গ্রামের বাসিন্দ🧸া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হারেজ মোল্যা সাইকেলে করে গীলাতলা থেকে এড়েন্দা এলাকার দিকে যাচ্ছিলেন। পথিꦜমধ্যে ল🐻োহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কেউ সেটিকে আটকাতে পারেননি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বল꧟েন, বসুপটি এলাকায় বাসের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর🎀্শন করেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।