• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেন : এমপি নুরুজ্জামান


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০২:৪০ পিএম
জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেন : এমপি নুরুজ্জামান

পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্ব꧙াস বিএনপির উদ্দেশে বলেছেন, “নির্বাচন দেখে ভয় পান কেন? পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান কে♔ন? ভাওতাবাজি বাদ দিয়ে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেন। জনগণের ভোটে যদি আপনারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন, তাহলে আমরা আপনাদের স্যালুট জানাব, অভিনন্দন জানাব।”

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী বাস টার্মিনালে উপজেলা আওয়ামꦜী লীগ আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শান্তি ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুজ্জামান বিশ্বাস আরও বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো কারও কাছে মাথা নত করেন নাই। সেই বাপের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোনো শক্তির কাছেই মাথা নত করবেন না। তিনি কারো কাছে🔴 এই দেশের এক ইঞ্চি জমি লিজ দেবেন না।”

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশে আগামী নির্বাচন সাংবিধানিকভাবেই হবে। কে এলো, কে এলো না, সেটা বড় বিষয় নয়। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নিরপেক্ষ নির𝓀্বাচনের আয়োজন করবে। এদেশের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি, তাদের সরকার গঠন করবেন।”

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, “বিএনপি গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছে। স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসা নিয়ে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র রক্ষায়, স্বাধীনতাকে রক্ষায় নৌকাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিন👍াকে আবারও ক্ষমতায় আনতে হবে। সেই সঙ্গে এসব স্বাধীনতাবিরোধী, ষড়যন্ত্রক𒁏ারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।”

ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌরসভা🥃র মেয়র ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভীন আক্তার প্রমুখ।

সভার আগে দলীয় নেতাকর্ম🦩ীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ﷽ঈশ্বরদী পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিতꦗ ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ মালিথা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক এম এ কাদের, সাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মুকুলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Link copied!