• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৭:০৯ পিএম
এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি☂র (আরসা) সদস্যদের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুল মজিদ ওরফে লালাইয়া নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১𝐆 এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।

এপিবিএনের দাবী🌼, ন🔥িহত রোহিঙ্গা আরসা কমান্ডার। এসময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

এপিবিএন জানায়, মঙ্গলবার সকালে ক্𝔍যাম্প-১৯ এর ৮ নাম্বার ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রা🥀সীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে আরসা সদস্যরা গুলি ছোরে ৷ এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গোলাগুলির পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল মজ💯িদ ওরফে লালাইয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদে♋হের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় মোহাম্মদ তাহের, জামাল হোসেন ও লিয়াকত আলী নামে তিনজনকে আটক করা হয়।

ফারুক আহমেদ আরও জানান, নিহত লালাইয়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ৪টি হত্যা মামলার আসাဣমী। গোলাগুলির ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পু༺লিশ মোতায়েন করা হয়েছে।

Link copied!