কুষ্টিয়ার দওৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে গৃহ🤡বধূসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৯ অক্টোবর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুরের গꦆ্রামে এই ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভার♒প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন– গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিꦕকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খ🐭াতুন (৪০)।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গড়েরপাড়া এলাকায় মাঠে কাজ করছিলেন সাত থেকে আটজন কৃষক। আকাশে꧃ মেঘ দেখে মাঠের মধ্ﷺযে থাকা একটি মাচায় আশ্রয় নিচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিন কৃষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অপর দিকে 🍃ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় জহুরা খাতুন নামের এক গৃহবধূ বজ্রপাত🧸ের শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
♊এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন๊া কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন জানান, তিনজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।