সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী খুনের ঘটনায় জিজ্ঞꦅাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলে✨ট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
আজবাহার আলী শ♛েখ জানান, সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের﷽ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।
সোꦿমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার♈ দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় বুলবুল আহমেদ (২২) নামের এক ছাত্রকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা শাবি প্রশাসনকে খবর দেন।
পরে বুলবুলের দেহ উদ্ধ𓆉ার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলে🉐জ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। তিনি শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং শাহপরান⛦ হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।