হবিগঞ্🏅জের মাধবপুরে ট্রাকচাপায় দুই মোট🃏রসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৮ জু🌱ন) রাত ৮টার দিকে উপজেলা🔯র ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাদমান হাসান স্মরণ (২🤪৩) এবং জলিল মি𝄹য়া (২৫)।
📖পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হোটেল হাইওয়ে ইন লিমিটেডের কাছে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাদমান হাসান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয় তার বন্ধু জলিল মিয়া। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থা জলিল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাꦛসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সামসুল আরেফিন জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হোটেল হাইওয়ে ইন লিমিটেডের কাছে একটি পাথরবোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি🦋 মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদমান হাসান স্মরণ নিহত হন। জলিল মিয়াকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।