গাইবান্ধায় জামিনে মুক্ত হꦗওয়ার পর আদালত চত্বরেই তাহের মামুদ নামের এক আসামি💫র মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার (২২ আগস্ট) রাত ২টার দিকে সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রাম থেকে জমিসংক্রান্ত মামলায়๊ মৃত তমিজ উদ্দিনের ছেলে তাহের মামুদ, তার দুই ছেলে ফারুক ও সাদ্দাম এবং পুত্রবধূ আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
বিচারক দুপুꦇরের দিকে তাদের চারজনের জামিন মঞ্জুর করেন। জামিনের পরপরই বেলা ৩টার দিকে তাহের মামুদ অসুস্থ হয়ে পড়েন। এ সময় বেলা সাড়ে তিনটার দিকে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্ꦯযরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক মাহবুব হোসেন জানান, হাসপাতালে চিকিৎসার জন্য আনলে তাহের মামুদকে মৃত পাওয়া যায়। ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।