• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২৩৩ বছরের রেকর্ড ভাঙলেন ক্লেয়ার কনর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৮:৪০ পিএম
২৩৩ বছরের রেকর্ড ভাঙলেন ক্লেয়ার কনর

২৩৩ বছরের রেকর্ড ভেঙ্গে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব 👍নিয়েছেন ক্লেয়ার কনর। প্রথম মহিলা হিসেবে এমসিসির দায়িত্বে থাকবেন তিনি। শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হলেন তিনি। ইংল্যান্ডের হয়ে মহিলা অ্যাশেজ জিতেছেন তিনি।

গতবছরই এমসিౠসির বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে মনোনীত হলেও করোনার কারণে দায়িত্ব গ্রহণ করতে পারেননি তিনি। তাই মেয়াদ শেষেও এক বছর বেশী দায়িত্ব পালন করতে হয় কুমার সাঙ্গাকারাকে। এরপর সকল সদস্যদের অনুমোদন সাপেক্ষে গত শুক্🔴রবার (১ অক্টোবর) থেকে দায়িত্ব গ্রহণ করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

এমসিসির মতো সম্মানের জায়গায় বসে নিজের রোমাঞ্চিত ক্লেয়ার কনর। বলেন, ‘এমসিসির সভাপতি হতে পেরে সত্যিই আমি গর্বিত। কুমার সাঙ্গাকারাকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে, এত গুরুত্বপূর্ণ🌸 ভূমিকায় আমার উপর আস্থা রাখার জন্য। খেলাধুলাকে আমি সারা জীবন ভালোবাসি।&rඣsquo;

&🥃lsquo;আমি আগামী ১২ মাসে ক্লাবের নেতৃত্ব এবং কমিটির সঙ্গে কাজ করার জন্য ড্রেসিংরুম এবং বোর্ডরুম থেকে আমার অভিজ্ঞতার পরিসর তুলে আনার চেষ্টা করব। আমি সত্যিই এমসিসির অংশ হꦐওয়ার জন্য মুখিয়ে আছি।’

১৯৯৫ সালে মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ড নারী দলে অভিষেক হয় কনরের। এরপর ২০০০ সালে ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করেন তিনি। ২০০৫ সালে তার নেতৃত্বেই অ্যাশ𝔉েজ ট্রফি জিতে ইংলিশ নারীরা।

Link copied!