টোকিও অলিম্পিকের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে স্বর্ণ জিতলো ব্রাজি♎ল। ব্রাজিলের হয়ে গোল করেন ম্যাথিউ🅠স কুনহা ও ম্যালকম। স্পেনের হয়ে ব্যধধান কমান মিকেল ওরাইজাবাল। টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জিতলো সেলেসাওরা।
বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায় টোকিওর ই🅰য়োকোহামা আন্তর্জাতিক স♓্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ৩৮ বছর বয়সী দানি আলভেজের অ্যাসিস্টে গোল করেন ম্যাথিউস কুনহা। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে কার্লোস সোলারের অ্যাসিস্টে গোল করেন মিকেল ওরাইজাবাল।
নির্ধারিত সময়ের খেলায় ১-১ এ অম✃িমাংসিত হওয়💧ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আন্টনির অ্যাসিস্টে ১০৮ মিনিটে ব্রাজিলে হয় গোল করেন ম্যালকম।
বাকি সময়ে আর কোন গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। &n༒bsp;
সেমিফাইনালে স෴্বাগতিক জাপানকে হারিয়ে ফা🌼ইনালে উঠে স্পেন। আর সেমিফাইনালে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল।