• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১১ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অস্ট্রেলিয়ার ক্রিকেটে ব্যাটারের বলের আঘাতে মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৩:২৮ পিএম
অস্ট্রেলিয়ার ক্রিকেটে ব্যাটারের বলের আঘাতে মৃত্যু
ব্যাট করছেন জেমস ভিন্স, পাশে আঘাতপ্রাপ্ত পাখি সীগল। ছবি : সংগৃহীত

অবাক করার মতো ঘটনা এবার দেখা গেল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ক্রিকেট লিগ চলাকালে। মাঠের বা কোর্টের, যে কোনও খেলায় প্রায়ই ছোট ছোট দুর্ঘটনা ঘটে থাকে। সাধারণত, এসব দুর্ঘটনায় কোনও খেলোয়াড় আহত হয়ে থাকেন। কিন্তু বিগ ব্যাশ লিগে এমন একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে কোনও খেলোয়াড় নয়, বরং একটি পাখি গুরুতর আহত হ♚য়ে মারা গেছে। মেলবোর্ন স্টারস এবং সিডনি সিক্সার্সের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এই দুর্ঘটনাটি ঘটে। যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল।

মেলবোর্নে বৃহস্পতিবার বিগ ব্যাশ লিগের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। সিডনি সিক্সার্সের দল যখন ব্যাটিং করছিল, তখন তাদের ব্যাটসম্যান জেমস ভিন্সের একটি শটের কারণে এই দুর্ঘটনা ঘটে। সিডনি দলের ১৫৭ রানের লক্ষ্য তাড়া করার সময় জেমস ভিন্স যখন ব্যাটিং করছিলেন সেই সময়ে এই দুর্ঘটনাটি ঘটেছিল। ইনিংসের দশম ওভারে বামহাতি পেস বোলার জোয়েল পেরিস বল করছিলেন এবং এই ওভারের পঞ্চম বলে এই দুর্ঘটনাﷺটি ঘটেছিল।

জেমস ভিন্স যখন একটি বড় হিট মারেন তখন বলটি সোজা গিয়ে সীগলের গায়েꦍ লাগে। জেমস ভিন্স এই বলটি স্ট্রেট বাউন্ডারির দিকে মেরেছিলেন। কিন্তু ঠিক সেই সময় বাউন্ডারির কাছে সীগলের একটি বড় ঝাঁক বসে ছিল। জেমস ভিন্সের মারাꦜ বলটি কিছুক্ষণ বাতাসে ছিল তারপর হঠাৎ করেই একটি সীগলকে আঘাত করে।

সীগলের গায়ে বলটি লাগতেই, সেই পাখির ডানা টুকরো টুকরো হয়ে যায় এবং সেগুলো মাঠে ছড়িয়ে পড়ে। সেই স🅠ীগ🅷ল তখন কষ্ট পাচ্ছিল। সেই সময়ে সীগলের বাকি ঝাঁকটি আকাশে উড়ে যায়। সেই সময় বলটি ৪ রানের জন্য চলে যায়।

এই দৃশ𝄹্যটি দেখেই জেমস ভিন্সের মুখে আহত সীগলের জন্য উদ্বেগ প্রকাশ পেতে শুরু করে। একই সঙ্গে খেলোয়াড়দের পাশাপাশি দর্শক এবং কমেন্টেটরদেরও অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা হতাশ হয়ে পড়েন। জানা গিয়েছে, সেই সীগলটি পরে মারা যায়। &൩nbsp;

এটা প্রথমবার নয়, যখন অস্ট্রেলিয়ায় ম্যাচের সময় বল লাগার কারণে কোনও পাখি আহত হয়েছে। এর আগে এমন কিছু দুর্ঘটনা ঘটেছে। আসলে ডিসেম্বর-জানুয়ারির মাসগুলোতে অস্ট্র🐓েলিয়ায় সীগল পাখির একটি ঝাঁক এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়। এর ফলে অনেক সময় মেলবোর্ন এবং অন্যান্য মাঠে তাদের ঝাঁক পৌঁছে যায়। এর ফলে এমন দুর্ঘটনার ঝুঁকি থাকে এবং খেলোয়াড়দেরও সমস্♏যা হয়।

 

 

Link copied!